ফ্রান্স ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জের আব্দুল আহাদ
প্রকাশিত হয়েছে : ১২:০২:৫২,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৮৫২ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
ফ্রান্স ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার (৩০ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত তাজেল আহমদকে সভাপতি ও সোহাগ সারোয়ারকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর মধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়া গ্রামের মো. আব্দুল আহাদ। তিনি দেশে থাকাকালীন অবস্থায় জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের যুক্ত ছিলেন।