জকিগঞ্জে ইউনাইটেড হসপিটাল নির্মাণের লক্ষ্যে লন্ডনে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৭:০৯:০৮,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭১ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
১৯ শে আগষ্ট সোমবার বিকেলে হোয়াইট চাপেল রোড লন্ডন মুসলিম সেন্টার আল-বারাকায় এইট টি এ সেবা ফাউন্ডেশন ইউ কে এর চেয়ারম্যান আশিক আহমদের আহ্বানে বিভিন্ন সংস্থা বা কমিউনিটির নেতৃবৃন্দ কে নিয়ে জকিগঞ্জে একটি হসপিটাল নির্মাণ উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
আশিক আহমদের সভাপতিত্বে ও জয়নুল আবেদীনের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। স্বাগত বক্তব্যে আশিক আহমদ বলেন, ১৯৭১ সালের প্রথম মুক্তাঞ্চল এর শত স্মৃতি বিজড়িত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জকিগঞ্জ উপজেলা । জকিগঞ্জের প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিদেশী মুদ্রা দেশে প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে বলিষ্ট ভুমিকা রাখছে । এই উপজেলায় একটি সরকারি হসপিটাল থাকলেও বাস্তবে কাংখিত সেবা পাচ্ছেন না মানুষ । প্রতিনিয়তই ডাক্তার ও নার্সের শুন্যতা এমন কি পর্যাপ্ত পরিমান প্রয়োজনীয় উপকরণও নাই । তাই দূর্ঘটনায় আক্রান্ত কোন ইমার্জেন্সী রোগী অথবা প্রসুতি মায়ের জরুরী ভিত্তিতে অপারেশনের প্রয়োজন হলেও সিলেট প্রেরণ করা হয় । কারন জকিগঞ্জ হসপিটালে কোন বিশেষজ্ঞ চিকিৎসক বা জরুরী অপারেশনের কোন সরঞ্জামাদী নাই । তাই সিলেট যাওয়ার পথে রাস্তার মধ্যে প্রাণ হারান অনেক হত ভাগ্য মহিলারা ।
তাই দেশ বিদেশে অবস্থানরত জকিগঞ্জের সবাই ইউনিটি হয়ে একটি ইউনাইটেড হসপিটাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হইয়াছে ।
সভায় বক্তব্য রাখেন, ক্রোয়ডন কাউন্সিলের কাউন্সিলার শেরওয়ান চৌধুরী,
আনজুমানে আল-ইসলাহ লন্ডন ডিভিশনের জেনারেল সেক্রেটারি ও বেতার বাংলা টিভির ইসলামী অনুষ্ঠান উপস্থাপক আব্দুল কুদ্দুস, টাওয়ার হামলেটস কেয়ারার এসোসিয়েশনের সভাপতি আবুল হুসেন, মনসব আলী চৌধুরী এয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কের সেক্রেটারি মো. হামিদুর রহমান চৌধুরী আজাদ, মো. বদরুজজামান চৌধুরী সভাপতি মনসব আলী চৌধুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে, এসি আজাদ চৌধুরী প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি কোনাগ্রাম প্রবাসী সমাজ সেবা পরিষদ, মো. ফারুক রশিদ এম এইচ রাশিদ মোহাম্মদ সাইদুর রহমান, মুহিদুর রহমান, খলাছড়া ডেভেলাপম্যান্ট ট্রাষ্ট ইউকের সহ সভাপতি এহিয়া আহমদ, খলাছড়া ডেভেলাপম্যান্ট ট্রাষ্ট ইউ কের সহ সেক্রেটারি জয়নুল আবেদীন, খলাছড়া ডেভেলাপম্যন্ট ট্রাষ্ট ইউকের এডুকেশন সেক্রেটারি সাহেদ আহমদ, খলাছড়া ডেভেলাপম্যান্ট ট্রাষ্ট ইউকের ট্রাষ্টী ও উপদেষ্টা হারুন রশিদ,
খলাছড়া ডেভেলাপম্যান্ট ট্রাষ্ট ইউ কের ট্রাষ্টী আতিকুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে ৯সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আশিক আহমদ হসপিটাল নির্মাণে জকিগঞ্জের সর্বস্থরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন ।