লন্ডনে জকিগঞ্জ ইউনাইটেড হসপিটাল এর আহ্বায়ক কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ৭:২৩:১৪,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৯৯ বার পঠিত
লন্ডন হোয়াইট চ্যাপেল বিসমিল্লাহ রেস্টুরেন্টে জকিগঞ্জ ইউনাইটেড হসপিটালের আহবায়ক কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।হসপিটালের অন্যতম উদ্যোক্তা আশিক আহমদের সভাপতিত্বে জয়নুল আবেদীনের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরানে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস।
আশিক আহমদ স্বাগত বক্তব্যে জকিগঞ্জে হসপিটাল স্থাপনের গুরুত্ব সম্পর্কে তুলে ধরে বলেন জকিগঞ্জের চিকিৎসা বঞ্চিত মানুষ চিকিৎসার জন্য যে দুর্ভোগ পোহাচ্ছেন। দূর্ঘটনায় আক্রান্ত বা অন্য যে কোনো পর্যায়ের গুরুতর অসুস্থ রোগী সিলেট নিয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যে প্রান হারাচ্ছেন । তাই কমার্সিয়ালের পরিবর্তে জকিগঞ্জ চ্যারিটি হসপিটালের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহবান জানান তিনি ।
বক্তব্য রাখেন, আনজুমানে আল-ইসলাহ লন্ডন ডিভিশনের জেনারেল সেক্রেটারি ও বাংলা টিভির ইসলামীক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা আব্দুল কুদ্দুস, টাওয়ার হ্যামলেটস কেয়ার এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন, খলাছড়া ডেভেলাপম্যানট ট্রাষ্ট ইউ কের সহ সেক্রেটারি জয়নুল আবেদীন, খলাছড়া ডেভেলাপম্যান্ট ট্রাষ্ট ইউ কের এডুকেশন সেক্রেটারি সাহেদ আহমদ, খলাছড়া ডেভেলাপম্যান্ট ইউ কের ট্রাষ্টী নজরুল আহমদ প্রমুখ ।
বক্তারা সকলে হসপিটালের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন । এবং আগামী ১৪ই জানুয়ারী জেনারেল মিটিং এর তারিখ ধার্য করে সভার কাজ সমাপ্ত করা হয় ।