মুক্তিযুদ্ধ মঞ্চ ফ্রান্স শাখার কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৪:২৯:১৮,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৯ বার পঠিত
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন-ই আমাদের অঙ্গিকার’ এই শ্লোগান নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ-এর ফ্রান্স শাখার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। (৪’নভেম্বর) ৫ সদস্যবিশিষ্ট আংশিক এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন।
অনুমোদনকৃত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি ফয়সল আহমদ, সহ-সভাপতি, গিয়াস উদ্দিন হৃদয়, সাধারণ সম্পাদক পাভেল জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ বাবলু ও সাংগঠনিক সম্পাদক জায়েদ হোসেন। কমিটিকে আগামী ১ মাসের মধ্যে ফ্রান্স শাখার পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রিয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।