শিশুর রাহীর চিকিৎকসা সহায়তায় সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ১:১৯:৪৩,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯১ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের হাজারিচকের জসিম উদ্দিনের অসুস্থ শিশু পুত্র রাহীর আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ স্পেন। ইতোমধ্যে ১লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে। গত কয়েকদিন আগে আমাদের সুলতানপুর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আছদ্দর আলী ছই মিয়া চাচার বড় পুত্র পরিষদের স্পেন শাখার সভাপতি আহমদ আছাদুর রহমান ছাদ আমাকে ফোন দিয়ে বললেন মুন্ন ভাই তোমার আইডিতে একটি সংবাদ দেখে মানবিক কারণে ঐ শিশু সন্তানকে সহযোগিতা করতে চাই। এর পর স্পেনের মাদ্রিদের প্রবাসী ভাইদের সহযোগিতা নিয়ে তিনি আজ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান।
মূলত এই শিশুটির চিকিৎসা সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার, বর্তমান ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর সৈয়দ ইমরোজ তারেক ভাই। তিনি আমাকে সহ মানিকপুর ইউপি চেয়ারম্যান মাহতাব চৌধুরীকে নিয়ে অসুস্থ ছেলেটিকে দেখতে যান। দু’দিন পর রুপালি ব্যাংক লি. কালিগঞ্জ শাখায় আমাদের নিয়ে যৌথ অ্যাকাউন্ট খোলা হয়। এর পর আমেরিকা প্রবাসী প্রিয় এনাম ভাই সহ দেশ ও বিদেশের অনেক মানবিক মনের মানুষ ছেলেটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন। সংক্ষিপ্ত পরিসরে যেসব সংস্থা বা ব্যক্তির নাম এখানে আসেনি, তাদের বিষয়টি আগামীর লেখায় তুলে ধরার চেষ্টা করবো। আর ইতোমধ্যে যে সকল ভাই আর্থিক সহায়তা সহ বিভিন্ন ভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো। বিশেষ করে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ স্পেন এর সকল ভাইদের জন্য দোয়া আর অফুরন্ত ভালোবাসা।
আপনাদের সকলের সহায়তায় বিভিন্ন সময়ে জকিগঞ্জের খুবই দরিদ্র, অসহায় অসুস্থ রোগীরা আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। নিশ্চয় সেসব অসুস্থ মানুষেরা আপনাদের জন্য প্রাণভরে দোয়া করছেন। সর্বোপরি আমাদের প্রত্যেকের জন্য মানুষের দোয়া আর ভালোবাসাই হউক জীবনের পাথেয়।
(এনামুল হক মুন্না, তাং ১২. ১১. ২০১৯)