আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর দেশে প্রত্যাবর্তন
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:১৫,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯৪ বার পঠিত
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসালহ’র সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ও বড় ছাহেব কিবলাহ’র বড় ছাহেব জাদা মুসলিম হ্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী তিন সপ্তাহের ইংল্যান্ড সফর শেষে আজ সকালে বাংলাদেশে পৌঁছেন। দেশে পৌঁছেই সিলেট কেন্দ্রীয় জেল হাজতে বন্দী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)’র মাযার জিয়ারত করেন। এ সময় গরীব অসহায় মানুষের মাঝে ২টি মাযারে কম্বল বিতরণ করেন।