অসুস্থ রাহীর চিকিৎসায় সেলিম উদ্দিনের ২৫হাজার টাকা প্রদান
প্রকাশিত হয়েছে : ৯:১৪:৩৪,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৩ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের হাজারিচক গ্রামের জসিম উদ্দিনের শিশু পুত্র অসুস্থ রাহীর চিকিৎসায় জকিগঞ্জ কানাইঘাটের সাবেক এমপি সেলিম উদ্দিন ২৫হাজার টাকা প্রদান করেছেন। রোববার রাহী চিকিৎসা ফান্ড রুপালি ব্যাংক, কালিগঞ্জ শাখার হিসেব নম্বরে টাকা জমা দেওয়া হয়। মানবিক এ সহায়তার জন্য শিশুর বাবা জসিম উদ্দিন দোয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন।