জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৩:০০:১৭,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৬৬ বার পঠিত
জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। রবিবার (৫ জানুযারি) বিকালে প্যারিসের ক্যাথসীমায় একটি অভিজাত রেঁস্তুরায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিতে ২০২০-‘২১ অর্থবছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন হয়। এর পূর্বে সংগঠনের এক সাধারণ সভায় নবগঠিত কমিটির সভাপতি সাহেদ আহমদও সাধারণ সম্পাদক আশফাক রাহাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আজিম ও কোষাধ্যক্ষ কাজী মোঃআব্দুল মুহিতকে মনোনীত করা হয়।অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল কাদির।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি খালেদ আহমদ। গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন, সহসভাপতি নজরুল আলী, সহসভাপতি দেলওয়ার হুসাইন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হুসাইন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ কাজী মোঃ আব্দুল মুহিত,
সহ-কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, আশরাফুল আলম আজিম, সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ চৌধুরী ,প্রচার সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ প্রচার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন,
শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারভেজ তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিন জালাল, সহ-সমাজ কল্যাণ সম্পাদক, জাবেদ আহমদ ক্রীড়া সম্পাদক আক্তার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক কামাল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হুসেন আহমদ, স্বদেশ বিষয়ক সম্পাদক এনামুল হক মুন্না (বাংলাদেশে), সদস্য হলেন, খালেদ আহমদ, কয়েছ আহমদ, সেলিম উদ্দীন, আরিফ উদ্দিন, এনামুল ইসলাম, লিয়ন আহমদ ও আমিন উদ্দীন।