জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (আমেরিকা) ইন্ক এর শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪:৫১:৩৯,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩২১ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের রারাই গ্রামের আব্দুল হক, আসমা বেগম, বরই মিয়া, জুলেকা বেগম, ইসলাম উদ্দিন, হেলাল আহমদ প্রমুখ বৃহস্পতিবার একটি করে কম্বল পেয়েছেন। প্রচন্ড শীতে একটি শীতবস্ত্র তাদের কাছে এক মূল্যবান প্রাপ্তি। দারুন খুশি তারা। এভাবে শুধু রারাই নয় পুরো জকিগঞ্জ উপজেলার সব ইউনিয়ন ও জকিগঞ্জ পৌরসভার এক হাজার শীতার্ত মানুষের হাতে গরম কাপড় পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী আব্দুল মালিক তাপাদার কালন মিয়া। জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না ও জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর প্রচার সম্পাদক ইব্রাহিম আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা মো.খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের, বিরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ছালাম চৌধূরী পানু, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল শীরু। উপস্থিত ছিলেন সাংবাদিক আল মামুন, শ্রীকান্ত পাল, আল হাসিব তাপাদার, আহমদ আল মঞ্জুর, আহমদ হোসাইন আইমান, রেদওয়ান মাহমুদ চৌধুরী, জুয়েল মাহমুদ, জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.)বেলাল আহমদ, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সহকারি সচিব শুভ্র কান্তি দাস চন্দন, ঠিকাদার বাহারুল ইসলাম, ঠিকাদার জিল্লুর রহমান, সমাজসেবী ফজুলুর রহমান, আব্দুল জালাল, মাহতাব উদ্দিন, আব্দুল হালিম, গিয়াস উদ্দিন, কবির আহমদ, হেলাল আহমদ প্রমুখ। বক্তারা প্রবাসীদের মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, বিদেশের মাটিতে থেকেও প্রবাসীরা সব সময় দেশের কথা চিন্তা করেন। সুখে দু:খে মানুষের পাশে থাকেন। আজ জকিগঞ্জ পৌরসভা, জকিগঞ্জ ইউনিয়ন ও খলাছড়া ইউনিয়নের তিনশ শীতার্তকে কম্বল দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার বীরশ্রী, বারহাল ও কাজলসার, ২৫ জানুয়ারি মানিকপুর, কসকনকপুর ২৭ জানুয়ারি বারঠাকুরি, সুলতানপুর ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে। এ উপলক্ষে মোনাজাত পরিচালনা করেন সোনাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান চৌধুরী।