সিনেমাটোগ্রাফার ফারহান শুভ’র কাজে সফলতা
প্রকাশিত হয়েছে : ৭:১৫:৪৬,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৮০৭ বার পঠিত
৩লাখ ২২ হাজার ভিউসে শুভর কাজ এগিয়ে ।সিনেমাটোগ্রাফার হিসেবে ধারা বাহিক কাজের মধ্য দিয়ে যাচ্ছে জকিগঞ্জের ফারহান শুভ। কাজ করেছে বাংলাদেশের অন্যতম র্যাপ গায়ক পার্থ’র সাথে৷ বর্তমানে গানটির ভিউস ৩লক্ষ২২ হাজার৷ ইসলামিক মিউজিক ভিডিও এর ক্যামেরার পিছনে কাজ করে চলেছে। তার সিনেমাটোগ্রাফি করা ভিডিও গুলো হলো , সারকার কি গালি মে, আফসোস, নবী মোর পরশ মনি। ফটো হেরিটেজ নামে তার ইভেন্ট ম্যানেজম্যান্ট রয়েছে । শুভ তার অগ্রগতির জন্য সকলের কাছে সহযোগিতা চেয়েছে। বিজ্ঞপ্তি