আমিরাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১:০৩:৪৭,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬৩৮ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উম্ম আল কোয়াইন আরবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক কমিটির সদস্য সচিব ও উম্ম আল কোয়াইন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়কারী মোহাম্মদ সেলিম বেপারী।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সংযুক্ত আরব আমিরাত দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হুসেন খাঁন।
বিশেষ অতিথি ছিলেন,সংযুক্ত আরব আমিরাত কমিনিউনিটি নেতা কাজি জাফর চৌধুরী, অধ্যাপক আব্দুস সবুর, হাজী শফিকুল ইসলাম,মাজহারুল ইসলাম,আবুল কাসেম,ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমূখ।
সহযোগিতায় ছিলেন উম্ম আল কোয়াইনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়কারী মোহাম্মদ সেলিম বেপারী, মোহাম্মদ সবুজ বিন হাসান, এহসানুল হক চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী এনাম,কাজি হাবিবুর রহমান টিপু,সাইফুল ইসলাম,রুবেল আহমদ শিবলু,শামিম উদ্দিন,শামিম আহমদ,হেলাল উদ্দিন,আনু মিয়া,সাতির আলী,শফিজুর রহমান,রাজিব আহমদ,কাজল সহ অনেকেই।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২০ এর দর্শকদের জন্য ফ্রি টিকেটে রেফেল ড্র এর স্পন্সর করেন মোহাম্মদ সেলিম বেপারি, মোহাম্মদ সবুক বিন হাসান, হারুনুর রসিদ,নাহিদুজ্জাম নাসির, কাজি হাবিবুর রহমান টিপু।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠানে উম্ম আল কোয়াইন সমন্বয় কমিটির সদস্য রুবেল আহমদ শিবলু।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে উম্ম আল কোয়াইন কমিনিউটি ফুটবল টিম এন্ড আজমান কমিনিউনিটি ফুটবল টিম।