জকিগঞ্জ ইউনাইটেড হসপিটালে সবাই অংশ গ্রহণ করতে পারবেন…..
প্রকাশিত হয়েছে : ১০:১৮:৪৯,অপরাহ্ন ০৬ মার্চ ২০২০ | সংবাদটি ৬১৭ বার পঠিত
সম্মানিত জকিগঞ্জবাসী সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আপনারা জানেন যে, আর্তমানবতার সেবার জন্য জকিগঞ্জ ইউনাইটেড হসপিটাল নামক একটি হসপিটাল স্থাপনরে কার্যক্রম চলছে। তাই এই মানবিক প্রতিষ্ঠানে যাহাতে বিত্ত্ববানরা অংশ গ্রহন করতে পারবেন। তিন টি তালিকায় ট্রাষ্ঠী নিয়োগ করা হইবে যেমন:
ফাউন্ডার ট্রাষ্টী টাকা : 5,00000/0
ট্রাষ্টী ” 2,00000/00
লাইফ মেম্বার ” 1,00000/00
কিন্তু ফাউন্ডার ট্রাষ্টী শুধু নির্ধারিত সময়ের মধ্যে হইতে পারবেন । অর্থাৎ আগামী ত্রিশ শে মার্চের মধ্যে ফাউন্ডার ট্রাষটীতে অংশ গ্রহন করতে পারবেন। পরে শুধু ট্রাষটী এবং লাইফ মেম্বার উন্মুক্ত থাকবে। তাই এই মানবিক কাজে নিজ নিজ অবস্থান থেকে সবাই অংশ গ্রহন করার জন্য উম্মুক্ত করা হইয়াছে। কার্যক্রম শুরু হওয়ার আগে কোন টাকা গ্রহন করা হইবেনা এমনকি পরেও ছয় মাস পর্যন্ত বা কিস্তিতে প্রদান করতে পারবেন। এখন শুধু নাম এন্ট্রি করা হচ্ছে।
আহ্বানে
আশিক আহমদ
জকিগঞ্জ ইউনাইটেড হসপিটেল।