সমাজসেবক আবিদুর রহমানের ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১:৩৬:২১,অপরাহ্ন ২১ জুলাই ২০২১ | সংবাদটি ১০০২ বার পঠিত
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দুনিয়া অাজ হিমশিম খাচ্ছে। বাংলাদেশেও বাড়ছে সংক্রমণ,বাড়ছে মৃত্যু। ভয়, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যেই ঘরবন্দী জীবনে বছর ঘুরে আবারো এসেছে অন্য রকম ঈদ। এবারো ঈদে বাঁধভাঙা অানন্দে ভেসে যাওয়া যাবে না। থাকতে হবে সতর্ক, মানতে হবে স্বাস্খ্যবিধি। ঈদ নামাজে শারীরিক দূরত্ব রেখে কোলাকোলি করমর্দন বর্জন করতে হবে। নিজে নিরাপদ থাকলে প্রিয়জনদের নিরাপদ রাখতে পারলে এবারের ঈদ অন্যরকম মাত্রা পাবে। ম্লানমুখে হাসি ফুটাতে অানন্দের চেয়ে কর্তব্যবোধই বেশি দরকার।
বৈশ্বিক মহামারির ২য় ঢেউ মোকাবেলায় অনিশ্চিত অভিযাত্রায় আমরা স্বপ্ন বুনছি আশায় আশায়।
দীর্ঘশ্বাসবিহীন পৃথিবীর প্রত্যাশায় দেশ ও বিদেশের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি।
- মোহাম্মদ আবিদুর রহমান
সভাপতি জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইঙ্ক, অামেরিকা প্রবাসী, জকিগঞ্জ পৌর এলাকার আলমনগর গণি ভবনের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক।