জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (আমেরিকা) ইন্ক এর দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৭:০৮:৩৮,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০২২ | সংবাদটি ৪১৯ বার পঠিত
-
জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (আমেরিকা) ইন্ক এর দোয়া মাহফিল
সিলেটের জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম, উপদেষ্টা ময়েজ উদ্দিনের সুস্থতা ও সংবাদকর্মী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর দোয়া মাহফিল গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। আমেরিকার নিউইয়র্কের একটি মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ছাহেব। এ সময় জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান সহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।