সিলেটে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২:০০:৫২,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯ | সংবাদটি ২৪৬৯ বার পঠিত
সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ক্বিনব্রিজের নিচ থেকে কোতোয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্বিনব্রীজের নিচে গায়ে কম্বল জড়ানো অবস্থায় ঘুমন্ত এক যুবকের শরীর ঘিরে অসংখ্য মাছি লক্ষ্য করা যায়। কৌতুহলবশত কাছে গিয়ে যুবককে জ্ঞানহীন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
অজ্ঞাতনামা ওই যুবকের বয়স ২৭/২৮ বছর হবে বলে ধারণা করছে পুলিশ। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, পরনে ছিল হলুদ গেঞ্জি এবং কালো প্যান্ট।
কোতোয়ালী থানার এএসআই নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।