আসামের হাইলাকান্দিতে কুয়া পরিষ্কার করতে গিয়ে দমবন্ধ হয়ে চারজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩:২৫:৪৯,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০২২ | সংবাদটি ৪১৯ বার পঠিত
তাজ উদ্দিন, শিলচর (আসাম), ৩০ অক্টোবর :
জলের কুয়া পরিষ্কার করতে গিয়ে একই পরিবারের তিনজন সহ একজন মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটল আসামের হাইলাকান্দি জেলায়। এখানকার আলগাপুর বিধানসভা সমষ্টির বক্রিহাওর প্রথম খণ্ড আনোয়ারপার এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার। জানা গেছে, আনোয়ারপারের নাজিম উদ্দিন (বয়স ৪৮ বছর), তাঁর পুত্র আবু সোহেল (২০) এবং তাঁর ভাই রশিদ আহমেদ (৩৮) সহ জনৈক মিস্ত্রি হাসিম উদ্দিন (৩২) কুয়ার ভিতর মৃত্যু বরণ করেন। মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে যে কূপটি পরিষ্কার করতে গিয়ে সেই কূপ থেকে নির্গত মিথেন জাতীয় গ্যাসের প্রভাবে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।
গভীর এই কুয়াটি শুকিয়ে সংস্কার করাচ্ছিলেন নাজিম উদ্দিন। কুয়াতে নেমেছিলেন মিস্ত্রি হাসিম। এক সময় দ্রুত উপরে উঠতে থাকেন। কিন্তু হঠাৎ করে রশি থেকে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করতে নামেন রশিদ আহমদ। মিস্ত্রি হাসিম উদ্দিনের কোমরে রশি বেঁধে দিলে সবাই তাকে টেনে তোলেন। কিন্তু যিনি উদ্ধারে নেমেছিলেন, সেই রশিদ আহমদের সাড়াশব্দ না পাওয়ায় কুয়ায় নামেন তাঁর বড় ভাই নাজিম উদ্দিন। তিনিও নিচে গিয়ে বেহুঁশ হয়ে পড়লে এবার কুয়োয় নামেন আবু সোহেল। এভাবেই পরপর চারজন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আনোয়ারপার গ্রামের দুই সাহসী ছেলে সাহিদ আহমদ ও সজীব উদ্দিন কুয়োয় নেমে রশিদ আহমদ ও নাজিম উদ্দিনকে তুলে আনেন। কুয়োর নিচের অন্ধকারে আবু সোহেলকে খুঁজে পাননি তারা।
এরপর এসডিআরএফ (দুর্যোগ মোকাবেলা বাহিনী) সহ পুলিশ প্রশাসন এসে সোহেলকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। মরদেহগুলি ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রবিবার সকালে চারজনের জানাজার নামাজ আদায় করা হয়।