গুয়াহাটিতে সাদর অভ্যর্থনা জানানো হল বাংলাদেশ ক্রিকেট দলকে
প্রকাশিত হয়েছে : ৪:১০:৪০,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ২৪৩ বার পঠিত
“
তাজ উদ্দিন,
গুয়াহাটি (আসাম), ২৭ সেপ্টেম্বর : বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে আসামের গুয়াহাটি শহরে পৌঁছে গেল বাংলাদেশ ক্রিকেট দল। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে এবারের বিশ্বকাপ অভিযানে নামবে তারা। তাই ঢাকা থেকে সরাসরি এখানে এসেছেন শাকিব আল হাসানরা। দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে বাংলাদেশে এ মুহূর্তে যতই বিতর্ক থাকুক না কেন, এখানে হাসিখুশি মেজাজেই ধরা দিল টাইগাররা। ক্রিকেট প্রেমীরা কাছে ঘেঁষতে না পারলেও দূর থেকে হাত নাড়িয়ে তাদের স্বাগত জানিয়েছেন।
হোটেলে অবশ্য জাঁকালো অভ্যর্থনা জানানো হয়েছে বাংলাদেশ দলকে। শুক্রবার শ্রীলঙ্কার সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ।গুয়াহাটিতে পৌঁছে গেল শ্রীলঙ্কা দলও। বুধবার ভোরবেলাই মহানগরীতে পা রাখে শ্রীলঙ্কা। বিকেল পাঁচটায় আসে বাংলাদেশ। দুটো দলই বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে চলে যায়। হোটেল তাজ বিভান্তায় আছে দুটো দলই।
শাকিব আল হাসান, লিটন দাসরা পৌঁছে যাওয়ার পর থেকেই একটু একটু করে বদলাতে শুরু করেছে আবহ। প্রস্তুতি হলেও একরকম ম্যাচেরই আমেজে এখন গুয়াহাটি। ম্যাচের মেজাজে কারণ, শুধু এই একটি ম্যাচই নয় সব মিলিয়ে চারটি প্রস্তুতি ম্যাচ হবে বর্ষাপাড়া স্টেডিয়ামে।
শ্রীলংকা বাংলাদেশ ম্যাচের পরই প্রস্তুতি সিরিজের সবচেয়ে বড় ম্যাচ। যেখানে আয়োজক ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। শনিবার হবে সেই ম্যাচ।
এখানেই শেষ নয় একদিন বিরতির পর দুই অক্টোবর ফের ফ্লাডলাইটের আলোয় জ্বলে উঠবে বর্ষাপাড়া। তৃতীয় প্রস্তুতি ম্যাচে শাকিবরা মুখোমুখি হবেন ইংল্যান্ডের। অন্তিম ম্যাচে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের সঙ্গে।
তার মানে আয়োজক ভারত এবং শ্রীলংকা ও বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান এবং ইংল্যান্ডও আসছে গুয়াহাটিতে।
একসঙ্গে ৫ টি আন্তর্জাতিক দল এর আগে কখনও আসেনি এই শহরে। আসলে ম্যাচের মেজাজও নয়, মেজাজ সেই ক্রিকেটারদের ঘিরে আগ্রহটাই। একবার কাছে থেকে একটু দেখা। আরো একটু কাছাকাছি। কারণ, ক্রিকেট এখনও এদেশে অত্যন্ত জনপ্রিয় এবং ক্রিকেটাররা নয়নের মণি। তাই, প্রস্তুতি ম্যাচ নিয়েও দারুণ সাড়া দেখতে পাওয়া যাচ্ছে।