আসামে ভোট শেষ হচ্ছে আজ
প্রকাশিত হয়েছে : ১০:৫২:৪৮,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৭৫০ বার পঠিত
তাজ উদ্দিন, গুয়াহাটি, ২৩ এপ্রিল : ভারতে সাত ধাপে আয়োজিত লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হচ্ছে আজ। প্রান্তিক রাজ্য আসামে যে ১৪ টি লোকসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে অবশিষ্ট চারটিতে এদিন ভোট গ্রহণ হচ্ছে। এই চার আসন হল গুয়াহাটি, ধুবড়ি, বরপেটা ও মঙ্গলদৈ। অর্থাৎ, মঙ্গলবারই ঠিক হয়ে যাচ্ছে আসামের বিভিন্ন কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ই ভি এম) বন্দি থাকবে এই ভোটের ফলাফল। আগামী ১৯ মে ভারতে সপ্তম পর্যায়ের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ২৩ তারিখ সারা দেশে একসঙ্গে ৫৪৩ টি লোকসভা আসনের ফলাফল একসঙ্গে গণনা করা হবে।
আজ অাসামের চারটি আসনের পাশাপাশি অন্য যে সব রাজ্যে বিভিন্ন কেন্দ্রে ভোট হচ্ছে সেসব রাজ্য হল — ত্রিপুরা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, গোয়া, জম্মু কাশ্মীর, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলী। সব মিলিয়ে ভোট হচ্ছে ১১৭ টি কেন্দ্রে। ভোটে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৩৯২ জনই হলেন কোটিপতি। স্বাভাবিক ভাবে ভোটে জেতার জন্য প্রচারে দু হাত উজাড় করে খরচ করেছেন তারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের আহমেদাবাদে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনোমোহন সিং গুয়াহাটিতে এসে মতদান করলেন। তিনি আসাম থেকে নির্বাচিত রাজ্যসভার (ভারতীয় সংসদের উচ্চ সদন) সাংসদ। ভোট দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
৯৪ বছর বয়স্ক প্রাক্তন সেনাকর্মী বলেসিং ঘাটোভা এবারও ভোট দিলেন। তিনি ভারতের স্বাধীনতার পর অর্থাৎ ১৯৪৭ সালের পরে যতটি নির্বাচন হয়েছে, প্রতি বারই ভোটদান করেছেন।
এদিন আসামের করিমগঞ্জ জেলার চারটি ভোটকেন্দ্রে রিপোল নেওয়া হচ্ছে। ফলে ওই চার কেন্দ্রে আগের ভোট বাতিল হয়ে গেল।
এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভোট গ্রহণ যন্ত্র বিকল হয়ে যাওয়ার খবর আসছে। তবে অধিকাংশ ক্ষেত্রে তড়িঘড়ি বিকল্প মেশিনের ব্যবস্থাও হচ্ছে। আবার একজন প্রার্থীকে ভোট দিলে অন্য প্রার্থীর ঝুলিতে সেই ভোট জমা পড়ার অভিযোগও আসছে। আসামের প্রাক্তন ডি জি পি হরেকৃষ্ণ ডেকা সহ অনেকেই এরকম অভিযোগ তুলেছেন। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি এবারের নির্বাচনে সম্মিলিত বিরোধীদের প্রবল চাপের মুখে রয়েছে।