ক্রমশ স্বাভাবিক হচ্ছে আসাম হাইলাকান্দি
প্রকাশিত হয়েছে : ৭:০১:৫৯,অপরাহ্ন ১৩ মে ২০১৯ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
বিশেষ প্রতিনিধি : গুয়াহাটি, ১৩ মে : ক্রমশ স্বাভাবিক হচ্ছে আসামের হাইলাকান্দি শহর। গত ১০ মে জুম্মার নামাজের পর দু পক্ষের মারপিটের পরিপ্রেক্ষিতে পুলিশের গুলি চালনায় একজন নিহত এবং প্রায় এক ডজন লোক গুরুতর আহত হন। পরিস্থিতি বেগতিক হয়ে দাঁড়ানোয় সেদিন থেকে এলাকায় কার্ফু জারি করা হয়। সেইসঙ্গে গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
রবিবার দুপুরে তিন ঘণ্টার জন্য কার্ফু শিথিল করা হয়। পরিস্থিতির উন্নতি হচ্ছে দেখে সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জনগণকে চলাফেরা, বাজার হাট করার সুযোগ দেওয়া হয়। জেলাশাসক কীর্তি জলি জানান, সাধারণ মানুষ শান্তির পক্ষে। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী।