যথাযোগ্য মর্যাদায় বরাকে পালিত হল ১৯শে মে-র ভাষা শহিদ দিবস
প্রকাশিত হয়েছে : ৩:০২:০৩,অপরাহ্ন ২০ মে ২০১৯ | সংবাদটি ৮৩৮ বার পঠিত

ছবিঃ শিলচরের গান্ধীবাগে শহিদদের শ্রদ্ধা জানাচ্ছেন ড০ শাহ মহম্মদ তানভির মনসুর সহ অন্যরা।
তাজ উদ্দিন, শিলচর, ১৯ মে : আসামের শিলচরে ১৯৬১ সালের উনিশে মে বাংলা ভাষা আন্দোলনে শহিদ হওয়া একাদশ ব্যক্তিত্বের স্মরণে রবিবার গোটা বরাক উপত্যকায় শহিদ দিবস পালন করা হল। ঢাকায় ‘৫২-র অমর একুশের পর বাংলা ভাষা রক্ষার আন্দোলনে সবচেয়ে বড় আত্মত্যাগের ঘটনা শিলচরেই হয়েছিল।
উনিশের উদযাপনে বাংলাদেশের অতিথিরাও শিলচরে উপস্থিত ছিলেন। ছিলেন গুয়াহাটি স্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ড০ শাহ মহম্মদ তানভির মনসুরও। রবিবার ১৯ শে মে হলেও শুক্রবার থেকেই ছিল বিভিন্ন আয়োজন। শুক্রবার ছিল ঊনিশের মহা পথচলা। এতে কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনারও ক্ষোভ প্রকাশ করে শ্লোগান ওঠে। শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত এই মহা পথচলা পর্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের শিল্পী, কলাকুশলীরাও অংশ নেন। মঞ্চের তরফে শিল্পী নাজিম উদ্দিন আহমদকে এদিন সম্মান জানানো হয়। ১৯৯০ এর দশকে শিলচর রেল স্টেশনে উনিশে মে পালনের প্রথম উদ্যোগ নিয়েছিলেন রেলকর্মী শিল্পী নাজিম।
শনিবার গান্ধীবাগের রাস্তায় আল্পনা আঁকেন শিল্পীরা। এদিন গান্ধীবাগে এক স্মরণ অনুষ্ঠানে অংশ নেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ড০ শাহ মহম্মদ তানভির মনসুর।

ছবিঃ শহিদদের শ্রদ্ধা জানাচ্ছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের প্রতিনিধিরা। শিলচরে রবিবার।
রবিবার ভোরে শিলচর রেল স্টেশনে ‘ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির’ উদ্যোগে ছিল অনুষ্ঠান। শহিদ বেদিতে মাল্যদানের মাধ্যমে এর সূচনা। ছিল বর্ণমালার রোদ্দুর নামে বার্ষিক পত্রিকা উন্মোচন। উপস্থিত ছিলেন আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ সুস্মিতা দেব, পুরপ্রধান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক শরিফুজ্জামান লস্কর, শিলচর টাইমস পত্রিকার সম্পাদক সনৎ কুমার কৈরী প্রমুখ। এরপর শ্মশানঘাটে শহিদ স্মরণ পর্ব ছিল।
বেলা ২টা ৩৫ মিনিটে গান্ধীবাগে শহিদদের চিতাভষ্মে শ্রদ্ধা জ্ঞাপন করেন দেশ বিদেশের সংস্কৃতি কর্মী সহ সাধারণ মানুষেরা। এতে কাছাড় জেলার জেলাশাসক লয়া মাদ্দুরি, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার তানভির মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবিঃ বদরপুর প্রেস ক্লাব ও নবীনচন্দ্র কলেজের শহিদ স্মরণ।
বরাক উপত্যকার করিমগঞ্জ, হাইলাকান্দি, বদরপুর সব বিভিন্ন স্থানে শহিদ দিবসে বিভিন্ন কর্মসুচি ছিল। এর মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, আলোচনা সভা ইত্যাদি। বদরপুরে নবীনচন্দ্র কলেজ এবং বদরপুর প্রেস যৌথভাবে শহিদ স্মরণ অনুষ্ঠান আয়োজন করে। এদিন অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ ড০ মর্তুজা হুসেন, প্রেস ক্লাব সভাপতি সহিরুল ইসলাম বকুল, কোষাধ্যক্ষ মহম্মদ সেলিম আহমদ, সহসচিব বিপ্লু পাল প্রমুখ অংশ নেন।