বাংলাদেশে পৌঁছল জামাল উদ্দিনের মরদেহ
প্রকাশিত হয়েছে : ২:১৭:২৪,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৭৯৬ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি : করিমগঞ্জ (আসাম), ১৪ জানুয়ারি : ২০১৯ সালের নভেম্বর মাসে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন বাংলাদেশের বাসিন্দা সিলেট জেলার কানাইঘাট থানা এলাকার লোহাজুরি গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন। গত মঙ্গলবার ৬২ বছর বয়সী জামালের মৃত্যু হয় আসামের শিলচরে। ডিটেনশন ক্যাম্পে বন্দি ছিলেন তিনি। অসুস্থ হওয়ায় শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হলেও সেখানে মারা যান তিনি। বৃহস্পতিবার সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হল জামাল উদ্দিনের কফিনবন্দি মরদেহ।
জামাল উদ্দিন মারা যাওয়ার পর গুয়াহাটিতে বাংলাদেশ হাইকমিশনে খবর জানানো হয়। এরপর তাঁর বাড়ির ঠিকানা নিশ্চিত করে মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।